সফল জননী নারী প্রমিলা রায়
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতিপুর ইউনিয়নের দেওপুরা গ্রামে বসবাস করেন প্রমিলা রায়। বর্তমানে তার বয়স ৫৪ বছর। দিনমজুর আদিবাসি পরিবারে জন্ম প্রমিলা পিতার আর্থিক অনটনের কারনে পড়াশোনা করার সুযোগ পাননি। ৬ ভাই-বোনের মধ্যে প্রমিলা ৩য়। আর্থিক অনটনের কারনে ১৬ বছর বয়সে বাবা-মা প্রমিলার বিয়ে দিয়ে দেন। বিয়ের পর তাদের ঘর উজ্জল করে তিন ছেলের জন্ম হয়। প্রমিলা এবং তার স্বামী দুজনেই কৃষি দিন মজুরি করে কোন রকম সংসার চালাতো। কিন্তু প্রমিলার খুব ইচ্ছা ছিল তিনি নিজে লেখাপড়া করতে পারেননি কিন্তু তিন ছেলেকে লেখাপড়া কিরিয়ে উচ্চ শিক্ষিত করবেন। অনেক কষ্টে ছেলেদের লেখাপড়া করান। এরপর তার স্বামী মারা গেলেও তিনি হাল ছাড়েননি। তিনি তিন সন্তানকেই উচ্চ শিক্ষিত করেছেন। বর্তমানে বড় ছেলে মানিক রায় এমএ পাশ করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রজেক্ট অফিসার পদে চাকুরি করছেন। ২য় ছেলে রতন রায় অতিশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ফার্মাসি পদে চাকুরি করছেন। ৩য় সন্তান মাধব রায় রসায়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে চাকুরি অনুসন্ধান করছে।
এখন প্রমিলার স্বপ্ন পুরণ হয়েছে এবং সংসারের অভাব অনটন দুর হয়েছে। তিনি একজন সফল জননী।
উপরোক্ত ক্যাটাগরিতে মনোনীত করার কারণসমূহ:
১) তিনি একজন সফল জননী নারী।
২) আদিবাসি পরিবারে জন্ম হলেও অভাব অনটনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনটি সনতানকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করিয়েছেন।
বর্তমানে বড় ছেলে মানিক রায় এমএ পাশ করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রজেক্ট অফিসার পদে চাকুরি করছেন। ২য় ছেলে রতন রায় অতিশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ফার্মাসি পদে চাকুরি করছেন। ৩য় সন্তান মাধব রায় রসায়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে চাকুরি অনুসন্ধান করছে।